Disclaimer – Protiprohor | প্রতিপ্রহর

Protiprohor ( প্রতিপ্রহর ) একটি বাংলাদেশী অনলাইন মিডিয়া এবং ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম। আমরা পাঠকদের জন্য নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক এবং আপডেটেড সংবাদ প্রকাশ করার চেষ্টা করি। তবে এই ওয়েবসাইটে প্রদর্শিত সব তথ্য সম্পূর্ণ নির্ভুল, সম্পূর্ণ বা সর্বশেষ–এমন নিশ্চয়তা Protiprohor (প্রতিপ্রহর) দিতে পারে না।
তথ্যের ব্যবহার:
এই ওয়েবসাইটে প্রকাশিত যেকোনো তথ্য, সংবাদ বা কনটেন্ট ব্যবহার করা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর নিজস্ব দায়িত্ব। তথ্য ব্যবহারের ফলে কোনো ধরনের ভুল, ক্ষতি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তার জন্য Protiprohor (প্রতিপ্রহর) দায়ী থাকবে না।
তৃতীয় পক্ষের লিংক:
Protiprohor (প্রতিপ্রহর)-এ বিভিন্ন সময় তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। এসব লিংকের কনটেন্ট বা নীতি আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এসব বহিঃসাইট ব্যবহারে উদ্ভূত কোনো সমস্যার দায়ভার Protiprohor (প্রতিপ্রহর) বহন করবে না। ব্যবহারকারীরা সংশ্লিষ্ট সাইটের গোপনীয়তা নীতি নিজ দায়িত্বে যাচাই করবেন।
মতামত ও লেখকের দৃষ্টিভঙ্গি:
এই প্ল্যাটফর্মে প্রকাশিত মতামত বা বিশ্লেষণ লেখকের ব্যক্তিগত মতামত। এগুলো Protiprohor (প্রতিপ্রহর)-এর আনুষ্ঠানিক অবস্থান নয়।
তথ্য হালনাগাদ:
Protiprohor (প্রতিপ্রহর) প্রয়োজন অনুযায়ী যেকোনো কনটেন্ট আপডেট, সংশোধন বা অপসারণ করতে পারে। এ পরিবর্তন সম্পর্কে আগাম কোনো নোটিশ দেওয়া নাও হতে পারে।
কপিরাইট নীতি:
Protiprohor (প্রতিপ্রহর)-এ প্রকাশিত টেক্সট, ছবি, ভিডিও, লোগো এবং অন্যান্য সব কনটেন্ট কপিরাইট আইনের আওতাভুক্ত। অনুমতি ছাড়া কোনো ধরনের কপি, পুনঃপ্রকাশ, বিতরণ বা পুনঃব্যবহার আইনত দণ্ডনীয়।
যোগাযোগ:
আপনি যদি Protiprohor (প্রতিপ্রহর) সম্পর্কিত কোনো অভিযোগ, মতামত বা প্রশ্ন জানাতে চান, তাহলে নিচের ইমেইলে যোগাযোগ করুন:
📧 contact@protiprohor.com

