ভাগবাটোয়ারা নিয়ে নিজ কর্মীদের কাছে ইউপি চেয়ারম্যান ও এনসিপি নেতা সাইফুজ্জামান লাঞ্ছিত।

0
27

ভাগবাটোয়ারা নিয়ে নিজ কর্মীদের কাছে ইউপি চেয়ারম্যান ও এনসিপি নেতা সাইফুজ্জামান লাঞ্ছিত।
(ভিডিও ফুটেজ)

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের নেতা এসএম সাইফুজ্জামান নিজ কর্মীদের হাতে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে । জানা গেছে সাইফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক নেতা যিনি বিগত ৫ আগস্ট এর পর জেলা এন সি পি নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি নড়াইল জেলা এনসিপির প্রথম সারির একজন সংগঠক হিসেবে জেলা ব্যাপী এনসিপির সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
আজ ১ নভেম্বর জেলা এনসিপির একটি সভা চলাকালে নিজেদের বিভিন্ন ভাগবাটোয়ারা সংক্রান্ত আলোচনা সমালোচনার বিষয় নিয়ে নিজের কর্মীদের সাথে প্রকাশ্যে বাগ-বিতান্ডায় জড়িয়ে পড়েন এবং উশৃংখল কর্মীদের হাতে বেধড়ক চড় থাপ্পড় খান।
নিজ কর্মীদের হাতে লাঞ্ছিত হবার ঘটনার মূল কারণ সুস্পষ্টভাবে এখনো জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান সভার এক পর্যায়ে এনসিপির নেতা সাইফুজ্জামান কে কয়েকজন কর্মী আওয়ামী লীগের গাদ্দার ও বেইমান বলে স্লোগান দিতে থাকেন। এ সময়ে চেয়ারম্যান সাইফুজ্জামান তাদের উপর উত্তেজিত হয়ে তাদেকে সভাস্থল ত্যাগ করার নির্দেশ দেন। এ আচরণে ক্ষিপ্ত হয়ে সাথে সাথে উশৃংখল কর্মীরা নিজেদের নেতা সাইফুজ্জামানের উপর চড়াও হয় এবং চড় থাপ্পড় মেরে ও গালিগালাজ দিতে থাকেন।

উপস্থিত লোকজন লাঞ্ছিত সাইফুজ্জামানকে নিরাপদে সরিয়ে নেন। তবে তবে লাঞ্চিত হবার ঘটনার মূল কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওঃ নুরন্নবী সামদানী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here