Tuesday, November 25, 2025
Homeবাংলাদেশগভীর রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হিজবুল্লাহ, থানায় সোপর্দ।।

গভীর রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হিজবুল্লাহ, থানায় সোপর্দ।।

গভীর রাতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হিজবুল্লাহ, থানায় সোপর্দ।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে চুরি করার সময় জনতার হাতে ধরা পড়েছেন হিজবুল্লাহ (৩০) নামের এক ব্যক্তি। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মানিক বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। আটক হিজবুল্লাহ মোচড়া গ্রামের মৃত আব্দুর সরোয়ারের ছেলে এবং তিনি একজন চিহ্নিত অপরাধী বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হিজবুল্লাহ কামঠানা গ্রামের মানিক বিশ্বাসের বাড়ির কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাড়ির ভেতরে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যদের চিৎকারে দ্রুত আশপাশের মানুষ ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
​পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি হিজবুল্লাহর। জনতার ধাওয়া খেয়ে তিনি ধরা পড়েন। এরপর এলাকাবাসী তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আটক হিজবুল্লাহকে তাদের হেফাজতে নিয়ে থানায় যায়।
​স্থানীয়রা আরও জানান, আটক হিজবুল্লাহর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তার কাছ থেকে তালা ভাঙার সরঞ্জাম, কেসি, চাবি ও লোহার রড উদ্ধার করেছে।
​এলাকাবাসীর ধারণা, এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হবে বলে তারা আশা করছেন।

​স্থানীয়রা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি। চুরির অভিযোগে তাকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। একটি ভিডিওচিত্রে দেখা গেছে, আটক হিজবুল্লাহকে কয়েকজন যুবক বেঁধে রেখেছেন এবং চারপাশে প্রচুর মানুষের ভিড়। ঘটনাস্থলে কিছুটা উত্তেজনা থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, আটক হিজবুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য