কালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ হত্যা মামলায় আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬), যিনি মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে।
বুধবার (২৯ অক্টোবর) মামলা দায়েরের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত মাসুদ শেখ, যিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। তিনি শুক্তগ্রামের ছবর শেখের ছেলে। গত সোমবার সন্ধ্যায় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাসুদ শেখ। পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ দ্রুততম সময়ে এই হত্যা মামলার আসামিকে গ্রেফতারের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।


