আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪।।
লোহাগড়ায় ফজর ও নওশের মোল্লার অনুসারীদের মধ্যে উত্তেজনা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর-বড়দিয়া এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
প্রিন্স শেখ (২৭) – হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
বিপুল মোল্লা (৩৫) – টেটার (কোচ) আঘাতে গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে ফজর মোল্লা এবং নওশের মোল্লা-নিয়ন্ত্রিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, যেমন টেটা (কোচ) ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

