হঠাৎ অসুস্থ্যতা ও মৃত্যুর গুজবে নেতা কর্মীদের এক অডিও বার্তা প্রকাশ করে সুস্থ্য আছেন জানিয়ে আশ্বস্ত করলেন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ভারত থেকে মোবাইল ফোনের এক অডিও বার্তায় জানান- আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমাকে সুস্থ্য থেকে দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।
তিনি দেশবাসীর কাছে দোয়া চান ও সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে মৃত্যুর গুজব রটনাকারীদেরকে ধিক্কার জানিয়েছেন।

