মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ লড়াইয়ের পর জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা ২৫ রানে জিতে সিরিজে ১–১ সমতা আনে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৮৫ রান, যেখানে শান্ত করেন ৮২ আর লিটন দাস যোগ করেন ৬৪ রান। জবাবে আফগানিস্তান ২৬০ রানে অলআউট হয়। মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট। এই জয়ে সিরিজের সিদ্ধান্ত যাবে শেষ ম্যাচে। মিরপুরের দর্শকরা মাঠ ছাড়েন উচ্ছ্বাসে ভরপুর এক সন্ধ্যা উপভোগ করে।

