ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ নতুন সময়সূচি ঘোষণা করেছে। এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রেন চলবে। আগে শেষ ট্রেন ছাড়তো রাত ৮টায়। নতুন এই সিদ্ধান্তে অফিসগামী ও শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। মেট্রোরেল ব্যবস্থাপনা জানায়, বাড়তি যাত্রী চাপ মোকাবিলায় ট্রেনের সংখ্যা ও ফ্রিকোয়েন্সিও বাড়ানো হয়েছে। টিকিট কাউন্টার ও স্মার্টকার্ড ব্যবস্থায় যুক্ত করা হয়েছে অতিরিক্ত সেবা বুথ। যাত্রীরা বলছেন, এই পরিবর্তনে শহরের গণপরিবহনে নতুন স্বস্তি এসেছে।

