রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশসহ ২০টি দেশের ৬০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক সংগঠন ‘চলচ্চিত্র সংসদ’ জানিয়েছে, এই উৎসবের মাধ্যমে তরুণ নির্মাতারা তাদের কাজ তুলে ধরার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী, খ্যাতনামা নির্মাতা ও শিল্পীরা। উৎসবের শেষে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালকের জন্য পুরস্কার ঘোষণা করা হবে।

