Thursday, January 15, 2026
Homeজাতীয়মধ্যরাতে জুলাই যোদ্ধা সুরভী আটক

মধ্যরাতে জুলাই যোদ্ধা সুরভী আটক

বহুল সমালোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার!

📑 সংবাদ প্রতি প্রহর

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাই যোদ্ধা সুরভী আটক

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

জুলাই যোদ্ধা সুরভী আটক

অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা দেখিয়ে এবং পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাতদিন স্কুল ড্রেস পরিধান করে একেরপর এক বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন বক্তব্যের ভিডিও, অশ্লীল ভঙ্গী, আওয়ামী বিরোধী উগ্র ব্যবহার, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

জুলাই যোদ্ধা সুরভী আটক

পুলিশ আরও জানায়, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সুরভীর বিরুদ্ধে আগেও একাধিক চাঁদাবাজী ও ধনী ব্যক্তিদের অবাধ মেলামেশার টোপ দিয়ে ব্লাকমেইলিং করারও একাধিক অভিযোগ রয়েছে যা পুলিশ খতিয়ে দেখবে বলে জানায়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একেরপর এক জুলাই আন্দোলনে অংশগ্রহনকারী দের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারনে দেশজুড়ে জুলাই আন্দোলনের মোটিভ নিয়ে ব্যপক সমালোচনার জন্ম দিয়েছে।

ছবি সংগৃহীত

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য