পারিবারিক কলহে ননদের কামড়ে ভাবির ঠোঁট ছিঁড়ে গেল রাজবাড়ীতে
📑 প্রতি-প্রহর নিউজ ডেস্কঃ
রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে কামড়ে ভাবির ঠোঁট ছিঁড়ে নিয়েছে ননদ।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারুলী বেগম ওই এলাকার বশীর সরদারের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শ্বশুরবাড়িতে প্রায় সময় কলহ চলতো পারুলী বেগমের। শনিবার কলহ থেকে ননদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ননদ তার চুলের মুঠি টেনে ধরেন, পাল্টা আঘাত করেন পারুলী বেগম। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ননদ পারুলীর ঠোঁট কামড়ে ধরে।
এতে ঠোঁটের বাম পাশের চামড়া মাংসসহ উঠে যায়। পরে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক জানান, ঠোঁটের একটি অংশে তিনি রিকনস্ট্রাকশন সার্জারি করেছেন, তবে পুরো টিস্যু না থাকায় ঠোঁট আর হয়তো আগের অবস্থায় ফিরবে না। আহত পারুলী বেগম জানান, ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি মামলা করবেন। রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

