Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলানড়াইলের লোহাগড়া চৌরাস্তা থেকে নিঁখোজ তরুণী নিলিমা, মিলছেনা খোঁজ!

নড়াইলের লোহাগড়া চৌরাস্তা থেকে নিঁখোজ তরুণী নিলিমা, মিলছেনা খোঁজ!

নড়াইলের লোহাগড়া চৌরাস্তা থেকে নিঁখোজ তরুণী নিলিমা, মিলছেনা খোঁজ!

নড়াইলের লোহাগড়া চৌরাস্তা থেকে নিঁখোজ তরুণী নিলিমা, মিলছেনা খোঁজ!

📑 নিউজ ডেস্কঃ

​নড়াইল জেলার লোহাগড়া চৌরাস্তা এলাকা থেকে আজ (৯ ডিসেম্বর, ২০২৫) আনুমানিক সকাল ৮টার দিকে নিলিমা নামের এক তরুণী নিঁখোজ হয়েছেন। নিঁখোজের সময় তার পরিধানে একটি হুডি ছিল বলে জানা গেছে। তার বাবার নাম রুহুল আমিন এবং মাতার নাম জেবিনা পারভিন। তিনি গ্রাম: মঙ্গলহাটার বাসিন্দা হলেও বর্তমানে লোহাগড়া চৌরাস্তা, নড়াইলে বসবাস করেন। পরিবারের পক্ষ থেকে চরম উদ্বেগের সাথে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই তরুণীর সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত ০১৯৫৬-৮১০৩৪২ (নিলিমার ভাই আদিপ)-এই মোবাইল নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। নিঁখোজ তরুণীর দ্রুত এবং নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছে তার পরিবার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য