Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলাখুলনার ভয়ংকর সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার!!

খুলনার ভয়ংকর সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার!!

খুলনার ভয়ংকর সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার!!

খুলনার ভয়ংকর সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার!!

📑 আয়মান রহমান, খুলনা প্রতিনিধি

খুলনার সোনাডাঙ্গা এলাকার ভয়ংকর সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে (৩৪) যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ খুলনার সোনাডাঙ্গা থানার ২২ নং গোবরচাকা এলাকার সুলতান তালুকদা‌রের ছে‌লে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও বলেন, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে খুলনা এবং আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা রয়েছে ৮টি। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এই অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেপ্তার হয় পলাশ। চার মাস আগে জামিনে বেরিয়ে পুনরায় জড়িয়ে পড়েন চাঁদাবাজিতে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য