Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলানড়াইলের মাইজপাড়ায় লোটা গাড়ি উলটে চালক নিহত!

নড়াইলের মাইজপাড়ায় লোটা গাড়ি উলটে চালক নিহত!

নড়াইলের মাইজপাড়ায় লোটা গাড়ি উলটে চালক নিহত!

নড়াইলের মাইজপাড়ায় লোটা গাড়ি উলটে চালক নিহত!
📑 সজিবুল ইসলাম, নড়াইল।
নড়াইলের মাইজপাড়া সুইচ গেটের পার্শে মোড় ঘুরাতে গিয়ে অতিরিক্ত গতির কারনে নিজ চালিত লাটা গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মো হানিফ মোল্লা। সে মাইজপাড়ার উড়ানি গ্রামের জলিল মোল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান নিহত মো হানিফ মোল্লা মাইজপাড়া পোড়াডাংগি থেকে লাটা গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে আসছিল এর মাঝে মাজপাড়া সুইচগেট নামক জায়গায় মোড় ঘুরাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লাটা গাড়িটি উল্টে তার নিচে চাপা পড়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের সাথে থাকা দুইজন হেলপার গুরুতর আহত হয়। তাদেরকে ও উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য