Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলানড়াইল সদর হাসপাতালে দালালের দৌরত্ব, দালাল চক্রের পরিচালক মৌসুমি বেগমকে আটকের দাবী

নড়াইল সদর হাসপাতালে দালালের দৌরত্ব, দালাল চক্রের পরিচালক মৌসুমি বেগমকে আটকের দাবী

নড়াইল সদর হাসপাতালে দালালের দৌরত্ব, দালাল চক্রের পরিচালক মৌসুমি বেগম আটক।

নড়াইল সদর হাসপাতালে দালালের দৌরত্ব, দালাল চক্রের পরিচালক মৌসুমি বেগমকে আটকের দাবী

📝  নড়াইল প্রতিনিধি

নড়াইল আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ। স্বল্প খরচে মানসম্পন্ন সেবা লাভের আশায় বহু মানুষের ভিড় জমে এখানে। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে দালানের দৌরাত্ম্য লক্ষণীয়। দালালের অত্যাচারের কারণে সেবা পেতে বিঘ্ন ঘটছে সাধারণ মানুষের। বিশেষ করে গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মানুষ এসব দালালের খপ্পরে পড়ে হারাচ্ছেন সর্বস্ব।
চিকিৎসা নিতে আসা মানুষের বিভিন্ন ধরনের কথা বলে ভুলিয়ে নিয়ে যাচ্ছেন দালাল চক্রের সদস্যরা বিভিন্ন মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। সেখানে গিয়ে বেশির ভাগ সময়ই সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হন। দালালেরা এই সকল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কমিশনের বিনিময়ে কাজ করে থাকেন। অন্যদিকে একজন রোগী যখন ডাক্তারের কক্ষ থেকে বের হন, তখন থেকেই পিছু নিতে শুরু করে দালাল চক্র। রোগীর চিকিৎসাপত্র হাত থেকে ছিনিয়ে নিতে অবলম্বন করে নানা ধরনের কৌশল।
চিকিৎসাপত্র হাত থেকে ছিনিয়ে নিতে পারলেই রোগীরা জিম্মি হয়ে যায় দালাল চক্রের কাছে। তখন তাদের সঙ্গে ওই সব ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যেতে বাধ্য করা হয় রোগীদের। চিকিৎসাপত্র ফেরত চাইতে গেলেই দালাল চক্রের সঙ্গে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। অনেক সময় চিকিৎসকের সহকারীরা ও এই দালাল চক্রের সঙ্গে যুক্ত থাকেন। চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাপত্র রোগীর হাতে না দিলে সরাসরি তুলে দেয় দালাল চক্রের কাছে এবং বলেন দালাল চক্রের সঙ্গে গিয়ে চিকিৎসকের দেওয়া পরীক্ষা-নিরীক্ষাগুলো করিয়ে চিকিৎসা করাতে।

ভুক্তভোগি রোগী ও স্বজনরা দালালচক্র সহ তাদের অন্যতম পৃষ্ঠপোষক পরিচালক মৌসুমি বেগমকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য