ত্রয়োদশ সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা।
নিউজ ডেস্কঃ ৪ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর আগে গত ৩ নভেম্বর দলটি ২৩৭টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছিল। এই ৩৬টি আসনের প্রার্থী ঘোষণার ফলে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মোট ঘোষিত আসনের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩টি।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপের এই তালিকা প্রকাশ করেন।
যদিও ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত হবার পরিবেশ বা নিশ্চয়তা নিয়ে এরই মধ্যে নানান সংশয় তৈরী হয়েছে। তার ভেতর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সংকট ও সংকটাপন্ন অবস্থায় বিদেশ প্রেরন সহ তারেক রহমানের দেশে আসার সম্ভাবনা পুরোপুরি বাতিল সহ বেশ কিছু প্রেক্ষাপট সহসা নির্বাচনের সম্ভাবনাকে মলিন করে দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে সরকারের পক্ষ থেকে বারবার নির্বাচন যথা সময়ে আয়োজনের ঘোষনা দিলেও ইতিমধ্যেই এনসিপি ও জামায়েত এমন পরিস্থিতিতে নির্বাচন না দেয়ার পক্ষে কথা বলছে। বিএনপি মুখে দ্রুত নির্বাচনের ধর্না দিলেও খালেদা জিয়ার জীবনমৃত্যু সন্নিক্ষনে বিদেশ গমন সহ তারেকের দেশে না ফেরার অসহায়ত্বের কারনে নির্বাচনে তাদের নেতৃত্ব ও পরিচালনার বিষয়ে চরম হতাশ ও দূর্বল হয়ে পড়েছে। শোনা গেছে নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোটের স্মরণাপন্নও হয়েছে একটি পক্ষ। সুতরাং সার্বিক বিবেচনায় ফেব্রুয়ারী বা নিকটতম সময়ে নির্বাচনের সংগঠনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।
৪ ডিসেম্বর বিএনপি ঘোষিত এই ৩৬টি আসনের মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি আসনসহ সারাদেশের বিভিন্ন জেলার প্রার্থীরা রয়েছেন। ঢাকায় যাঁরা মনোনয়ন পেলেন: ঢাকা-৭ আসনে দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ (হাবিব), ঢাকা-১০ আসনে নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এর ফলে রাজধানী ঢাকার মোট ২০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৭টিতে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি।
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন:
হবিগঞ্জ-১ আসনে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া।
টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু।
পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার।
চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী।
বরিশাল-৩ আসনে জয়নাল আবেদিন।
ফরিদপুর-১ আসনে খন্দকার নাসির উল ইসলাম।
মাদারীপুর-১ ও মাদারীপুর-২ আসনে যথাক্রমে নাদিয়া আক্তার ও জাহান্দার আলী খান।
ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাকি আসনগুলোতেও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুতই ঘোষণা করা হবে।

