নড়াইলের লোহাগড়া উপজেলায় একের পর এক ১৩টি মাদক মামলার পলাতক ও দুর্ধর্ষ আসামি ইউসুফ শেখ (৪০)-কে অবশেষে আড়াই কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ, শনিবার (১ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন; মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখকে ধরতে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়, নিজ বাড়ির উঠান থেকেই তাকে গ্রেফতার করা হয় এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মাদকদ্রব্যের বিশাল চালান আড়াই কেজি গাঁজা, যার বিরুদ্ধে পূর্বেও দেশের বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে, সেই ইউসুফ শেখের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবারই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

