Sunday, November 23, 2025
Homeআন্তর্জাতিকহাসিনা সরকারের পতনের কারন জানালেন অজিত দোভাল

হাসিনা সরকারের পতনের কারন জানালেন অজিত দোভাল

হাসিনা সরকারের পতনের কারন জানালেন অজিত দোভাল

বাংলাদেশের সরকার পতন নিয়ে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল। শুক্রবার (৩১ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি বলেন,জাতিগঠনে ও নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা জরুরি। সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা না থাকায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় সরকার পতন হয়েছে।

হাসিনা সরকারের পতনের কারন জানালেন অজিত দোভাল

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় দোভাল বলেন, ‘একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।’

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের জন্য দুর্বল প্রশাসনিক কাঠামো ব্যবস্থা দায়ী বলে মন্তব্য করেছেন মোদি প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য