লোহাগড়ায় কুখ্যাত ডাকাত তুষারকে গণধোলাই, ঢাকায় প্রেরণ!
📑 অনলাইন নিউজ ডেস্কঃ
লোহাগড়ায় কুখ্যাত ডাকাত তুষারকে গণধোলাই , চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত তুষার শেখকে (৩২) গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে লোহাগড়ার বউবাজার এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত তুষারকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেছেন। তুষার শেখ দিঘুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওদুদ শেখের ছেলে।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশের ডিউটি অফিসার বলেন, “তুষারকে কে বা কারা মারধোর করেছে, সে বিষয়ে তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, তুষার শেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।
এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় এসে ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।
স্থানীয় সূত্র বলছেন, সম্প্রতিক সময়ে এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই হামলার ঘটনা ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে। তাছাড়া সে এলাকার চিহ্নিত একজন ডাকাত।
তথ্য ও ছবি সংগৃহীত

