ভ্যানচালক হান্নান খান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।
📝 সজিবুল ইসলাম, নড়াইল।
নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আজ, রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান, আবেরন বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের আরও অভিযোগ, উল্টো আসামিপক্ষ নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করছে। ভুক্তভোগীরা অবিলম্বে সকল আসামিকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে প্রতিপক্ষ আয়ুব মোল্যা ও তার লোকজন ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনায় মোট ২৩ জনের নামে মামলা দায়ের করা হলেও, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
(ছবি সংগৃহীত)

