সুপরিচিত নাট্যকর্মী শামীম আকতারের (৪০) জীবনে নেমে এলো চরম পরিণতি। দূর ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ভালোবাসার বিচ্ছেদ, বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ এবং আর্থিক দুশ্চিন্তাই এই প্রতিভাবান মানুষটিকে এমন নির্মম পথ বেছে নিতে বাধ্য করেছে বলে ধারণা করছেন স্বজনরা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত শামীম ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে এবং স্থানীয় নাট্যমঞ্চ ও বেসরকারি টেলিভিশনে অভিনয়ের সুবাদে এলাকায় তিনি বেশ পরিচিত ছিলেন।
স্বজনদের তথ্যমতে, প্রায় দুই মাস আগে শামীম এবং তাঁর স্ত্রী মুক্তা আক্তার ৩০ লাখ টাকা খরচ করে ইতালি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ভিসা জটিলতার কারণে স্ত্রী যেতে পারলেও শামীম আটকে যান। এই ভিসা জটিলতা কাটানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন।
স্ত্রীর থেকে দূরে থাকা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বিপুল পরিমাণ অর্থ খরচের পর আটকে যাওয়ার আর্থিক দুশ্চিন্তা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ঘনিষ্ঠজনদের ধারণা, এই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেন।
শামীমের ইতালিপ্রবাসী স্ত্রী মুক্তা আক্তার তাঁকে ভিডিও কলে থাকাবস্থাতেই এই চরম পদক্ষেপ নিতে দেখেন এবং দ্রুত পরিবারের সদস্যদের ফোনে বিষয়টি জানান। কিন্তু শামীমের ভাই জাপান এবং অন্যরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার আগেই সব শেষ হয়ে যায়।
এক সময়ের প্রাণবন্ত ও সচেতন নাট্যকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভালোবাসার মানুষকে চোখের সামনে এমন করুণ পরিণতি বরণ করতে দেখার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন তাঁর স্ত্রী।


