বুড়িখালি গ্রামের হান্নান হত্যার এক আসামি গ্রেপ্তার আসছে বিস্তারিত—–
📑সজিবুল ইসলাম, নড়াইল
২৮শে নভেম্বর রোজ শুক্রবার নড়াইল সদর উপজেলা বুড়িখালি গ্রামে জমি- জমা সক্রান্তে বিরোধ প্রতি প্রক্ষের হামলা হান্নান খান নিহত হয় বুড়িখালি গ্রামের মৃত হান্নান খা এর হত্যা মামলায় আসামি মেহেদী ভূঁইয়া ২৭ পিতা অহিদ রহমান গ্রাম বুড়িখালি থানা জেলা নড়াইল। নড়াইল জেলা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আকরাম হোসেন অপারেশনে বাগেরহাট জেলা মোল্লারহাট এলাকা থেকে গ্রেফতার করে। আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে প্রেরণ প্রক্রিয়া চলছে।

