Wednesday, January 14, 2026
Homeআন্তর্জাতিকবিশ্বকে "সোনার খনির" লোভ দিয়ে ধরা পড়লো প্রতারক পাকিস্থান!

বিশ্বকে “সোনার খনির” লোভ দিয়ে ধরা পড়লো প্রতারক পাকিস্থান!

বিশ্বকে "সোনার খনির" লোভ দিয়ে ধরা পড়লো প্রতারক পাকিস্থান!

বিশ্বকে “সোনার খনির” লোভ দিয়ে ধরা পড়লো প্রতারক পাকিস্থান!

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ

লাগামহীন অর্থনৈতিক বিপর্যয় ও আন্তর্জাতিক কুটনৈতিক ধসের মধ্যে কয়েকমাস আগে পাকিস্থানে বিপুল মজুদের সোনার খনি পাওয়ার খবর গুজব বা আন্তর্জাতিক প্রতারণা হিসাবে রুপ নিয়েছে।

সন্দেহ করা হচ্ছে পাকিস্থান সরকার নিজেদের অর্থনৈতিক দেউলিয়াত্ব পুণঃজাগরণ ও ভৌগলিক রাজনৈতিক বিপর্যয় ঠ্যাকাতেই সোনার খনির সন্ধান লাভের প্রলোভনে ধোঁকা দিতে চাচ্ছে আন্তর্জাতিক পরাক্রমশালী দেশগুলোকে।

একটি আন্তর্জাতিক মৃৎতত্ব গবেষনা ও ভুঅভ্যন্তরিন প্রাকৃতিক সম্পদ উত্তোলনতারী প্রতিষ্ঠান (ISDFS) ও আরো কয়েকটি পর্যবেক্ষদল অভিযোগ করেছেন কয়েক মাস আগে পাকিস্থান সরকার পাকিস্থানের বেলুচিস্থানের তারবেলা অঞ্চলে নতুন করে আনুমানিক ৬৫০ বিলিয়ন ডলারের বিশাল স্বর্ন খনির সন্ধান পেয়েছেন বলে জানানো হয়েছে সেটি অস্পষ্ট বা পুরোপুরি সত্য নয়। পাকিস্থানে বেশ কয়েকটি স্বল্প মজুদের সোনার খনি রয়েছে, নতুন কোন খনি বা ঘোষনা মোতাবেক এত বিপুল মজুদের কোন খনির অস্তিত্ব পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ভুতত্ব গবেষক ও কুটনৈতিক ব্যক্তিগন জানিয়েছেন- বর্তমানে পাকিস্থান অর্থনৈতিক ভাবে দেউলিয়া ও চরম আন্তর্জাতিক কুটনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। তাই তারা বিশেষ মনোভাব নিয়ে ইচ্ছাকৃত ভাবেই বেলুচিস্থান অঞ্চলে বিপুল মজুদের সোনার খনির সন্ধানের কথা জানিয়ে মূলতঃ সকলকে ধোঁকা দিয়েছে।
বিশ্লেষকরা জানান, পাকিস্থান তাদের এই গভীর সংকটের মধ্যেই বিপুল মজুদের সোনার খনির সন্ধানের ফাঁদ বা টোপ দিয়ে নিজেদের অর্থনৈতিক দূর্দশার বাস্তবতা ধামাচাপা দিয়ে আন্তর্জাতিক দাতা বা ঋন প্রদানকারী দেশগুলোকে নতুন করে নিজেদের জালে ফাঁসাতে চাইছে।

 

দ্বীতিয়ত, যেহেতু বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্টীর কাছে পাকিস্থান সরকারের পুরোপুরি নিয়ন্ত্রন নেই, সেহেতু সরকার সোনার খনি উদ্ধারের টোপ দিয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সহায়তায় বিদ্রোহীদের দমন করার গভীর ষড়যন্ত্র রচনা করেছে।

সোনার খনির ফাঁদ বা ধোঁকা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্থানের এমন কৌশুলি প্রতারনার খবরে নড়েচড়ে উঠছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিনিয়োগকারী দেশগুলো।
তবে সোনার খনির নামে প্রতারণার এই অভিযোগের কথা পুরোপুরি অস্বীকার করছে পাকিস্থান সরকার প্রতিনিধি। তারা জানিয়েছেন- সোনার খনির সন্ধানের বিষয়টি পুরোপুরি সত্য, তবে খনির মজুদের সঠিক পরিমান নিরুপন না হওয়া পর্যন্ত সরকারী ভাবে কোন বিবৃতি দেওয়া সম্ভব নয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য