বাগেরহাটে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা: সুশাসনে সম্মিলিত অঙ্গীকার।
📑 এসএন প্রকাশ, বাগেরহাট
দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা টিআইবি-র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস এবং এসিজি-এর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের এক গুরুত্বপূর্ণ সভা গত ০৬/১২/২০২৫ খ্রিঃ, শনিবার খানজাহান আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর কৌশল বিনিময়ের লক্ষ্যে সনাক, বাগেরহাট এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন: অ্যাডভোকেট মোঃ সহ আলম টুকু (সনাক বাগেরহাটের সভাপতি), শেখ মুজিবুর রহমান (সনাক বাগেরহাটের সহ-সভাপতি), ফিরোজা নাসরিন ডলি (সনাক বাগেরহাটের সহ-সভাপতি) প্রমুখ।

বক্তারা সরকারি পরিষেবাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সনাক, তরুণদের ইয়েস গ্রুপ এবং এসিজি-র চলমান কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সভায় বক্তারা একমত হন যে, স্থানীয় সরকার এবং জনসেবা খাতগুলোতে নাগরিক নজরদারি বাড়াতে হবে। তারা দুর্নীতিবিরোধী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করতে তিনটি প্ল্যাটফর্মের মধ্যে গভীর সমন্বয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।

এই সভাটি বাগেরহাটে দুর্নীতি প্রতিরোধে নাগরিক শক্তিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন আয়োজকবৃন্দ।

