Tuesday, November 25, 2025
Homeবাংলাদেশজেলানড়াইলে ৯ বসরের শিশুর আত্মহত্যা!

নড়াইলে ৯ বসরের শিশুর আত্মহত্যা!

নড়াইলে শিশুর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজমিন (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

লোহাগড়া থানার (উপ-পরিদর্শক) মো.তারকে হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজমিন লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের মো. তরিকুল মোল্যার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল তাজমিন। পরে খেলাধুলা শেষ করে বাড়িতে আসলে দেখেন তার গলায় স্বর্ণের চেনটি হারিয়ে গিয়েছে। পরে তার মা – বাবা তাকে নিয়ে স্বর্ণের চেনটি খুজতে যায়। একপর্যায়ে স্বর্ণের চেনের অর্ধেক পাই। বাকি অর্ধেক খুঁজতে থাকেন। এ সময় তাজমিন বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা- বাবা এসে দেখেন ঘরের দরজা বন্ধ প্রতিবেশী এবং তার মা -বাবা দরজা ভেঙে দেখেন ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন। পরে থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার (উপ-পরিদর্শক) মো. তারেক হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য