Sunday, November 23, 2025
Homeবাংলাদেশনড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০২ চোর গ্রেফতার!

নড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০২ চোর গ্রেফতার!

নড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০২ চোর গ্রেফতার!

নড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ০২ চোর গ্রেফতার!

​গত ১৪ নভেম্বর, ২০২৫ তারিখ আনুমানিক রাত ০৩:০৭ ঘটিকা থেকে ২১ঃ১৫ ঘটিকার মধ্যে নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ড সংলগ্ন সুমন সুপার মার্কেটে অবস্থিত ‘রাইশা টেলিকম অ্যান্ড মোবাইল এক্সেসরিজ’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা কৌশলে দোকান থেকে ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড চুরি করে পালিয়ে যায়।
​ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫)-এর অভিযোগের ভিত্তিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা (মামলা নং-০৮/তারিখ-১৫/১১/২০২৫) রুজু করা হয়।

​মামলা রুজু হওয়ার পরপরই চোরাই মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে একটি চৌকস দল মাঠে নামে। এর ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল-এর নেতৃত্বে একটি চৌকশ টিম গত ২০/১১/২০২৫ তারিখ রাত ০৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
​অভিযানে পেশাদার চোর চক্রের ০২ সদস্য— মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪)-কে তাদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/- টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
​গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয়েই খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে।
​আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য