Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলানড়াইলে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

নড়াইলে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

নড়াইলে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক

নড়াইলের কালিয়া উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ রিক্তা (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয় নড়াইল। তবে অভিযানের খবর পেয়ে রিক্তার স্বামী বিল্লাল শেখ পালিয়ে যান।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে রিক্তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে রিক্তা ও তার স্বামীর ওপর নজরদারি চালানো হচ্ছিল। সোমবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রিক্তার ঘর থেকে ১৯ পুরিয়া হেরোইন, ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী বিল্লাল শেখ পালিয়ে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য