Thursday, January 15, 2026
Homeবাংলাদেশজেলানড়াইলে হতদরিদ্র শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ।

নড়াইলে হতদরিদ্র শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ।

নড়াইলে হতদরিদ্র শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ।

নড়াইলে হতদরিদ্র শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ।

📑 সজিবুল ইসলাম, নড়াইল

শীত এসেছে কিন্তু উষ্ণতার গল্পটা সবার জীবনে এক নয়।
আমরা যখন নিজের ঘরে উষ্ণ কাপড়, কম্বল, গরম চা আর আরামদায়ক ঘরের উষ্ণতায় শীত উপভোগ করি, তখন নড়াইল শহর ও গ্রাম অঞ্চলের অগণিত অসহায় মানুষ আজও শীতের তীব্রতায় কাঁপছে।
কাউকে দেখা যায় ছিন্নবস্ত্রে, কেউ রাত্রিতে খোলা আকাশের নিচে, কেউ পথের ধারে কম্বলহীন দিনে–দিনে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। 💔
মানবতার এই মুহূর্তগুলোয়—
একটি কম্বল মানেই শুধু কাপড় নয়,
এটা একটি মানুষের প্রাণে উষ্ণতার ছোঁয়া,
একটি রাতকে নিরাপদ করা,
একটি জীবনকে আশায় ফিরিয়ে দেওয়া।
এই মানবিক চেতনাকে সামনে রেখে
আজ নড়াইল জেলার ৪ নম্বর ওয়ার্ড, চর বালিদিয়া, নলদী ইউনিয়নে
উম্মে জাফরিন হিমা’র হাত ধরে দ্বিতীয়বারের মতো
হিমা রিক্রুটিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির উদ্যোগে ১১০ পিস মিলান্স পাট্রা কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
এখানে বিশেষভাবে আয়োজন করা হয় এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল,
এরপর শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের বিষয়টিকে এলাকাবাসী মানুষের মুখে হাসি, কৃতজ্ঞতার দৃষ্টি আর সন্তুষ্টির অনুভূতি হিসাবে দেখছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য