- নড়াইলে যাত্রীবাহী বাস থেকে বিদেশী মদ সহ তরুন আটক!
আজ ১৫ নভেম্বর নড়াইল ঢাকা সড়কে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নড়াইলের রূপগঞ্জ হাতিরবাগান মোড়(গোল চত্ত্বর) পৌঁছালে কর্তব্যরত পুলিশ টিম দেখে এক যাত্রী গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। পুলিশ দেশে যাত্রীবাহী গাড়ী থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছে থাকা কালো ব্যাগে ১০ বোতল বিদেশি মদসহ একই টিকিটের অপর যাত্রী বাগআচড়া গ্রামের মামুনকে আটক করে।
আটককৃত তরুনকে পুলিশ থানায় প্রেরণ করেছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছেন।

