নড়াইলে উন্মুক্ত খালে বিষ দিয়ে দেশীয় মাছ নিধন, বিভিন্ন দপ্তরে অভিযোগ।।
📑 রফিকুল ইসলাম, নড়াইল
নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের আব্দুল সত্তার মোল্যা’র ছেলে মো: আজিজুর মোল্যা গত (৫ ডিসেম্বর) শুক্রবার রাতে দূর্গাপুর ডুমুতলা পাইতেল বিলের সরকারি খালে বিষ দিয়ে শত মোন দেশীয় মাছ নিধন করে।
বিষ দেয়ার কিছু সময় পর খালের মাছ মরে ভেসে উঠলে আজিজুর মোল্যা দ্রুত খাল থেকে বিষ দেয়া দেশীয় মাছ উঠিয়ে জঙ্গল দিয়ে ঢেকে রাখে এবং পরের দিন স্থানীয়’রা দেখতে পান খাল ভর্তি মাছ ভেষে উঠেছে। এদিকে, পাইতেল বিলের খাল পাড়ে আজিজুর মোল্যা’র মাছের ঘের থাকায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে খাল ভোগ দখল করতো এবং স্থানীয় সংখ্যালঘু পরিবারের সদস্য’রা ওই খালে মাছ ধরাসহ খালে গরু ছাগল গোসল করাতে গেলে ভূমিদস্যু হিসাবে সুপিরিচিত আজিজুর মোল্যা অকথ্য ভাষায় গালমন্দ করতো।
(৭ ডিসেম্বর) রবিবার সকালে স্থানীয় গ্রামবাসী ও দুর্গাপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: জহুরুল ইসলামসহ স্থানীয়’রা খাল পাড়ে গিয়ে দেখতে পান খালে মাছ মরে গন্ধ বের হচ্ছে। এসময় আজিজুরকে বিষ দেয়ার কথা জানালে প্রথমে অস্বীকার করলেও পরে চাপে পড়ে বিষ প্রয়োগের কথা স্বীকার করে অভিযুক্ত আজিজুর মোল্লা।
পরে গ্রামবাসীসহ জহুরুল ইসলাম নড়াইল মৎস অফিস, নড়াইল সদর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মহোদয় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এবং এমন মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগের মত অমানবিক অপরাধের দায়ে ভূমিদস্যু মৎস্য হত্যাকারী আজিজুর মোল্লা’র সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
(তথ্য ও ছবি সংগৃহীত)

