Tuesday, November 25, 2025
Homeবাংলাদেশনড়াইলে ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী নাসরিন গ্রেফতার!

নড়াইলে ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী নাসরিন গ্রেফতার!

নড়াইলে ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী নাসরিন গ্রেফতার!

নড়াইলে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরিন বেগম (৩৫)কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত বুধবার (১৯ নভেম্বর) বিকালে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাসরিন বেগম জেলার কালিয়া থানার চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকালে অভিযান চালিয়ে চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে নাসরিন বেগমকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য