বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা বা কর্মস্থলে ফেরার যাত্রীরা। কুমিল্লা, দাউদকান্দি, ও মেঘনা সেতু এলাকায় ধীরগতির গাড়ির সারি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হাইওয়ে পুলিশ জানায়, একাধিক দুর্ঘটনা ও টোলপ্লাজায় গাড়ির চাপের কারণে এ পরিস্থিতি। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, বিকেলের মধ্যেই যানজট কমে আসবে এবং স্বাভাবিক চলাচল ফিরবে।

