Thursday, January 15, 2026
Homeরাজনীতিড. ইউনূসের প্রতি জনগনের 'ব্যাপক আস্থা' জরিপ ঘিরে দেশজুড়ে 'হাসি রহস্য'! 

ড. ইউনূসের প্রতি জনগনের ‘ব্যাপক আস্থা’ জরিপ ঘিরে দেশজুড়ে ‘হাসি রহস্য’! 

ড. ইউনূসের প্রতি জনগনের ‘ব্যাপক আস্থা’ জরিপ ঘিরে দেশজুড়ে ‘হাসি রহস্য’! 

​ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) কর্তৃক পরিচালিত এক জরিপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের নাকি ‘ব্যাপক আস্থা’ (৬৯% এবং ৭০% সন্তুষ্টি) রয়েছে—এমন ফলাফল প্রকাশের পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক হাস্যরস ও সমালোচনা।

​সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের আড্ডা পর্যন্ত, অনেকেই এই জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং একে ‘ব্যাপক হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

​আইআরআই জরিপের ফলাফলকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বহু মানুষ অনলাইনে নানা মজা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন। অনেকে রসিকতা করে বলছেন, “দেশের মানুষ আসলে কাজে এত ব্যস্ত যে ড. ইউনূস কখন কী করছেন, তা খেয়ালই করার সময় পাননি, তাই হয়তো ‘আস্থা’ দেখিয়ে দিয়েছেন!”একজন লিখেছেন, “৭০% সন্তুষ্ট মানুষ যদি এতই থাকে, তবে নিত্যদিনের বিক্ষোভ আর অসন্তোষের খবরগুলো আসছে কোত্থেকে? এদের কি আইআরআই-এর জরিপে পৌঁছানোর আগেই গুম করা হয়েছে?

সবচেয়ে বড় সমালোচনার কেন্দ্রে আছে জরিপের ‘গণনা পদ্ধতি’। কেউ কেউ মজা করে বলছেন, “এই ৭০% মানুষ কি শুধু উপদেষ্টাদের বাসভবন ও তার আশেপাশের এলাকাতেই খুঁজে পাওয়া গিয়েছিল? দেশব্যাপী জরিপ না করে ‘বিদেশব্যাপী’ জরিপ হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।”

কেউ বলছে- “ঐ জরিপের ফলাফলের আগে একটি দশমিক ছিলো, যা হয়তো তেলবাজদের চোখে না পড়ায় দশমিক ৭০% এর জায়গায় ৭০% দেখেছে।

​আইআরআই-এর সিনিয়র ডিরেক্টর জোহান্না কাও এই ফলাফলকে ‘অগ্রগতির সম্ভাবনা’ হিসেবে দেখলেও, সমালোচকদের মতে, এটি আসলে “জরিপের নামে এক হাস্যকর অগ্রগতি” যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

​সারাদেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক অস্থিরতা এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলছে, ঠিক তখনই এমন ‘উচ্চ আস্থার’ রিপোর্ট দেশের মানুষের মনে এক বিশাল ‘হাসি রহস্য’ তৈরি করেছে। বিতর্কিত এই জরিপটির পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর ‘আস্থা তৈরির মিশন’ কাজ করছে কি না, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে জনমনে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment - Advertisement

আলোচিত

মন্তব্য