মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমাতে নতুন করে আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিশরের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সূত্র জানায়, মানবিক সহায়তা ও বন্দি বিনিময়ের বিষয়েও আলাপ হচ্ছে।
একাধিক ইউরোপীয় দেশ এ আলোচনাকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েল বলছে, নিরাপত্তা নিশ্চিতে গাজায় অভিযান অব্যাহত থাকবে। ফিলিস্তিনি পক্ষ বলছে, শান্তির পূর্বশর্ত হলো অবরোধ তুলে নেওয়া। পরিস্থিতি এখনও উত্তপ্ত।

